মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহারে মৃত্যু অন্তত ১৫ জনের

গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহারে মৃত্যু অন্তত ১৫ জনের
গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহারে মৃত্যু অন্তত ১৫ জনের। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও টানা বিমান হামলার মধ্যে অনাহার এখন মৃত্যু ডেকে আনছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অনাহারে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শহিদদের মধ্যে একজন ছয় সপ্তাহের শিশুও রয়েছে।

মন্ত্রণালয় বলছে, মাসের পর মাস ধরে খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা থাকায় গাজাজুড়ে যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছিল, তা এখন বাস্তবে রূপ নিচ্ছে। খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই কিছুই পাচ্ছেন না। বিশেষ করে হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে সংকটাপন্ন।

গাজার এক চিকিৎসক জানান, ‘প্রতিদিনই না খেয়ে দুর্বল হয়ে পড়া শিশুদের হাসপাতালে আনা হচ্ছে। অনেক শিশুর অবস্থা এতটাই খারাপ থাকে যে, তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়।’

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ গাজায় এখন জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানো না গেলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না।

একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার স্থানীয় প্রতিনিধি বলেন, ‘গাজায় এখন খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। মানুষ বেঁচে থাকার নূন্যতম মৌলিক অধিকার থেকেও বঞ্চিত।’

দখলদার বাহিনীর অব্যাহত হামলা, সীমান্তে কড়া নিয়ন্ত্রণ ও ত্রাণবাহী গাড়ির প্রবেশে বাধা—সব মিলিয়ে গাজা এখন এক চলমান মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

সর্বশেষ