মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সাত মাসে তিনবার হত্যাচেষ্টার শিকার আহমাদ আশ শারা

সাত মাসে তিনবার হত্যাচেষ্টার শিকার আহমাদ আশ শারা
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আশ শারা। ছবি : অ্যারাবি ২১

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আশ শারার ওপর গত সাত মাসে অন্তত তিনবার প্রাণঘাতী হামলার চেষ্টা চালানো হয়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় পত্রিকা ইয়েদিয়োত আহরোনোত–এর খবরে এই তথ্য উঠে এসেছে। প্রতিবারই অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

প্রথম ঘটনা ঘটে মার্চ মাসে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে প্রেসিডেন্সিয়াল প্যালেস ‘কাসরুশ শাব’ থেকে বের হওয়ার সময় প্রেসিডেন্টের গতিবিধি নজরদারিতে রাখছিল একটি তুর্কি গোয়েন্দা দল। তারা একজন সন্দেহভাজনের আচরণে অসঙ্গতি দেখে সঙ্গে সঙ্গে তাকে আটক করে। প্রেসিডেন্টের তিন দেহরক্ষী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তবে এ বিষয়ে জনমনে উদ্বেগ এড়াতে আহমাদ আশ শারা ঘটনাটি গোপন রাখার নির্দেশ দেন।

দ্বিতীয়বার হত্যাচেষ্টার ঘটনা ঘটে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশ সফরের সময়। সফরে তার সঙ্গে ছিলেন সিরীয় ও তুর্কি যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পথে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে দুইজনকে চিহ্নিত করে তারা। পরে সম্ভাব্য হামলার শঙ্কায় প্রেসিডেন্টের যাত্রাপথ পরিবর্তন করা হয়।

তৃতীয় চেষ্টাটি ছিল সবচেয়ে বিপজ্জনক। রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বের হওয়ার আগে একটি নির্দিষ্ট পথে ওঁত পেতে ছিল এক আততায়ী। তবে ভাগ্যক্রমে আহমাদ আশ শারা সেদিন বিকল্প পথ বেছে নেন। ফলে নিশ্চিত প্রাণনাশ থেকে রক্ষা পান। এ ঘটনার পর প্রেসিডেন্ট রাজধানী ত্যাগ করেছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে, যা নতুন করে রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়।

এই হত্যাচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিরিয়াবিষয়ক মার্কিন দূত ও তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস বারাক। তিনি বলেন, প্রেসিডেন্ট আহমাদ আশ শারার জীবন এখন মারাত্মক হুমকির মুখে। তার নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি বিশেষ নিরাপত্তা ইউনিট গঠন করা প্রয়োজন।

ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, এই তিনটি হত্যাচেষ্টার পেছনে ইসলামিক স্টেট (আইএস) সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রাজধানী দামেস্কে কীভাবে সন্ত্রাসী ও বিস্ফোরক ঢুকেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে প্রেসিডেন্ট আহমাদ আশ শারা অভিযোগ করেছেন, দক্ষিণ সিরিয়া ও রাজধানী দামেস্কে ইসরায়েলের হস্তক্ষেপই দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধ্বংস করতে চায়।

সর্বশেষ