মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, তারা সিরিয়ায় শান্তি চায় না: এরদোয়ান

ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, তারা সিরিয়ায় শান্তি চায় না: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ছবি : আল মায়াদিন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তারা সিরিয়ায় শান্তি চায় না বরং দখলদারিত্ব কায়েম করতে দ্রুজ সম্প্রদায়কে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ায় যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, ইসরায়েল এখন তা ভাঙার পাঁয়তারা করছে। এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা সিরিয়ায় স্থিতিশীলতা নয়, বরং বিশৃঙ্খলা ও দখলদারিত্ব চায়।

মধ্যপ্রাচ্য

তিনি আরও বলেন, তুরস্ক কখনোই সিরিয়ার বিভাজন মেনে নেবে না। সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

এরদোয়ান আশা প্রকাশ করেন, সিরিয়ার জনগণের সচেতনতা ও দৃঢ় মনোভাব এই সংকট কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে।

এর আগে গতকালই সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আশ শারার সঙ্গে ফোনে কথা বলেন এরদোয়ান। আলোচনা হয় ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং তার জেরে অঞ্চলে বেড়ে চলা উত্তেজনা নিয়ে।

আলোচনায় এরদোয়ান শারাকে আশ্বস্ত করে বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু সিরিয়ার জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যই বড় হুমকি।

জবাবে আহমাদ আশ শারা সিরিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক ঐক্য রক্ষায় তুরস্কের অবিচল অবস্থানকে স্বাগত জানান এবং এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ