সহিংসতাপ্রবণ ছত্তিশগড়ে ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ১৫ জুন পর্যন্ত আত্মহত্যা করেছেন ১৭৭ জন ভারতীয় জওয়ান। এসব সদস্যের কেউ কেন্দ্রীয় বাহিনীতে, কেউবা রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। প্রশ্নটি করেন বিজেপির জ্যেষ্ঠ বিধায়ক অজয় চন্দ্রকার।
উপমুখ্যমন্ত্রী জানান, জওয়ানদের আত্মহত্যার পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। গত ছয় বছর ছয় মাসে অন্তত ১৮ জন জওয়ান বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এর মধ্যে সহকর্মীর ওপর গুলি চালানোর ঘটনাও রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে আত্মহত্যা করেন ২৫ জন, ২০২০ সালে ৩৮ জন, ২০২১ সালে ২৪ জন, ২০২২ সালে ৩১ জন, ২০২৩ সালে ২২ জন, ২০২৪ সালে ২৯ জন এবং ২০২৫ সালের ১৫ জুন পর্যন্ত আত্মহত্যা করেছেন ৮ জন।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে সহিংসতা ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকা এই রাজ্যে মানসিক চাপে ভুগে জওয়ানদের মধ্যে আত্মঘাতী প্রবণতা বাড়ছে।
সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, আত্মহত্যা ও হত্যার পেছনে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা, মদ্যপান, শারীরিক অসুস্থতা এবং হঠাৎ রাগের বহিঃপ্রকাশের মতো উপসর্গ ছিলো।
সূত্র: কেএমএস