আফগানিস্তানে ইসলাম ও মহানবি হজরত মুহাম্মদ সা.-কে অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তালেবান নিয়ন্ত্রিত আদালত। বিষয়টি নিশ্চিত করেছে তালেবান সরকারের ‘সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ’ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাকতিকা প্রদেশের জানি খেল জেলার বাসিন্দা। ইসলাম ও নবীজি সা. কে অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।
মুখপাত্র আরও জানান, প্রদেশের প্রাথমিক আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, এবং শিগগিরই রায় কার্যকর করা হবে।
তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান এমন কোনো জায়গা নয়, যেখানে ইসলাম বা নবী করিম সা.-কে অপমান করা যাবে এবং তা সহ্য করা হবে।
সূত্র: কাবুল ফ্রন্টলাইন