সোমালিয়ার মধ্যাঞ্চলের হিরান অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর তারদো দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আশ শাবাব। শহর দখলের পর গোষ্ঠীটি আশপাশের আরও এলাকার দিকে অগ্রসর হচ্ছে।
সোমালি সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ জানান, রোববার তারদো শহরটি আশ শাবাবের নিয়ন্ত্রণে চলে যায়। শহরটি একটি গুরুত্বপূর্ণ সড়ক-যোগাযোগ কেন্দ্র, যেখান থেকে আশেপাশের বড় শহরগুলোতে সহজেই যাওয়া যায়। সরকারপন্থি গোত্রভিত্তিক যোদ্ধাদের হটিয়ে শহরটি দখল করে নেয় আশ শাবাব।
আবদুল্লাহ বলেন, তারদো দখলের পর গোষ্ঠীটি এখন আশপাশের আরও এলাকায় অগ্রসর হচ্ছে। পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে সোমালি সেনাবাহিনী স্থানীয় গোত্রের যোদ্ধাদের সঙ্গে একত্রিত হচ্ছে।
স্থানীয় এক নেতা, একজন গোত্রীয় যোদ্ধা এবং এলাকার একজন সংসদ সদস্যও নিশ্চিত করেছেন, তারদো এখন পুরোপুরি আশ শাবাবের নিয়ন্ত্রণে। তাঁদের মতে, ভৌগোলিক দিক থেকে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে গোষ্ঠীটি আরও বড় শহরের দিকে অগ্রসর হওয়ার কৌশলগত সুযোগ পেয়ে যেতে পারে৷
চলতি বছরের শুরু থেকে হিরান অঞ্চলে আশ শাবাবের হামলার মাত্রা বেড়েছে। এক পর্যায়ে তারা রাজধানী মোগাদিশুর মাত্র ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল। তবে পরে সরকারি বাহিনী ওই এলাকাগুলো পুনর্দখল করে।
আবদুল্লাহ জানান, আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করছি, কীভাবে শহরগুলো ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যায়। তিনি আরও জানান, এরই মধ্যে প্রাথমিকভাবে প্রায় ১০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, যাঁরা স্থানীয় যোদ্ধাদের সহায়তায় কাজ করবেন।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সোমালি সরকারকে উৎখাত করে দেশটিতে শরিয়াভিত্তিক শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠী আশ শাবাব।
সূত্র: আল জাজিরা