ভারতের আসাম রাজ্যে উচ্ছেদ অভিযানের নামে ১,০৮০টি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, উচ্ছেদ হওয়া পরিবারের অধিকাংশই মুসলিম এবং বাঙালি বংশোদ্ভূত।
জেলার মধ্যে এটি ছিল দ্বিতীয় বড় উচ্ছেদ অভিযান। গত ১৬ জুন গোলপাড়া শহরের হাসিলাবিল এলাকায় ৬৯০টি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
গত এক মাসে আসামের অন্তত চারটি জেলায় পাঁচ দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবার।
বিদ্যাপাড়া রাজস্ব গ্রামের বাসিন্দা মিজানুর রহমান জানান, উচ্ছেদ অভিযানে তাঁদের একটি পাকা ঘরসহ তিনটি ঘর পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
‘আমাদের পরিবারে আটজন সদস্য। এখন মাথা গোঁজার মতো ঠাঁইও নেই। অন্য কোথাও জমিও নেই আমাদের,’ বলেন ২৮ বছর বয়সী মিজানুর রহমান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার উচ্ছেদ করা হলেও সরকার কোনো পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে না। তাঁদের আশঙ্কা, এসব অভিযান পরিকল্পিতভাবে মুসলিমদের টার্গেট করেই চালানো হচ্ছে।
সূত্র: কেএমএস