মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

অপহৃত শিশুকে উদ্ধার তালেবানের, অভিযানে নিহত ২ কিডন্যাপার

অপহৃত শিশুকে উদ্ধার তালেবানের, অভিযানে নিহত ২ কিডন্যাপার
অপহৃত শিশুকে উদ্ধার তালেবানের, অভিযানে নিহত ২ কিডন্যাপার। ছবি : আমু টিভি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত ১৩ বছরের এক শিশুকে উদ্ধার করেছে তালেবান প্রশাসন।

তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানাই জানান, বলখ প্রদেশের কেন্দ্র মাজার-ই-শরিফ শহরের সালিম মোড় এলাকায় একটি নিরাপত্তা অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় অপহরণকারীদের মধ্যে দুজন নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলেটি সুস্থ আছে এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

অপহরণকারীদের পরিচয় বা অপহরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। আফগানিস্তানের কিছু এলাকায় আগেও মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা ঘটেছে। তবে ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে এসব ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে তালেবান প্রশাসনের দাবি।

সর্বশেষ