মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গাজায় পাঁচ সেনার মৃত্যুকে স্বাগত জানিয়ে গ্রেপ্তার ইসরায়েলি সাংবাদিক

ফ্রেই লেখেন, আজ সকালটা আরও সুন্দর, কারণ পাঁচজন এমন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যারা মানবতার বিরুদ্ধে ভয়ংকর অপরাধে জড়িত ছিল।
গাজায় পাঁচ সেনার মৃত্যুকে স্বাগত জানিয়ে গ্রেপ্তার ইসরায়েলি সাংবাদিক
ইসরায়েলি সাংবাদিক ইসরায়েল ফ্রেই। ছবি : অ্যারাব নিউজ

গাজায় পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যুকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন ইসরায়েলি সাংবাদিক ইসরায়েল ফ্রেই। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার তেলআবিবের এক আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আরও বাড়িয়েছে।

ঘটনার সূত্রপাত ‘এক্স’-এ দেওয়া একটি পোস্ট থেকে। সেখানে ফ্রেই লেখেন, আজ সকালটা আরও সুন্দর, কারণ পাঁচজন এমন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যারা মানবতার বিরুদ্ধে ভয়ংকর অপরাধে জড়িত ছিল।

পোস্টে তিনি আরও বলেন, তবু এটা যথেষ্ট নয়। গাজায় যে ছেলেটির অস্ত্রোপচার চলছে অজ্ঞান না করেই, যে মেয়েটি অনাহারে মরছে, কিংবা যে পরিবারটা তাঁবুর নিচে বোমার শব্দে কাঁপছে—তাদের জীবনে এই মৃত্যুগুলো কোনো পরিবর্তন আনেনি।

ফ্রেই পোস্টের শেষদিকে ইসরায়েলি মা-বাবাদের উদ্দেশে লেখেন, তোমরা যেন তোমাদের সন্তানদের কফিনে ফিরে না পাও। তাদের যুদ্ধাপরাধী বানিও না। যুদ্ধবিরোধী হও, প্রত্যাখ্যান করো।

এই মন্তব্য ঘিরে ইসরায়েলি রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন সেনাসমর্থক গোষ্ঠী ফ্রেইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। পরে তাঁকে আটক করে আদালতে হাজির করা হয়।

বিচারক রাভিত পেলেগ শুনানিতে বলেন, সেনাদের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা অত্যন্ত বেদনাদায়ক এবং সমাজবিরোধী আচরণ। দেশের জন্য জীবন উৎসর্গ করা ব্যক্তিদের মৃত্যু নিয়ে এমন মন্তব্য জনমনে আঘাত করে।
তিনি আরও জানান, চলমান তদন্তে ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কায় ফ্রেইয়ের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

তবে ইসরায়েল ফ্রেই নতুন মুখ নন। এর আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চলতি বছরের মার্চে ফিলিস্তিনপন্থী কিছু পোস্টের কারণে তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। এক পোস্টে তিনি লিখেছিলেন, দখলদার বাহিনীর বিরুদ্ধে যে ফিলিস্তিনি লড়ছে, সে সন্ত্রাসী নয়, বরং স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াইরত এক বীর।
২০২২ সালে আরেক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সন্ত্রাস নয়। সেই সময় এক হামলার পরিকল্পনায় অভিযুক্ত ফিলিস্তিনিকেও তিনি ‘বীর’ বলে অভিহিত করেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ফ্রেই গাজার পক্ষে অবস্থান নেওয়ায় উগ্রপন্থী এক ইসরায়েলি গোষ্ঠী তাঁর বাড়িতে হামলা চালায়। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

গ্রেপ্তারের আগের দিন ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেই বলেন, আমি মাথানত করব না। আমরা যে রক্ত, কান্না আর ভয় ছড়িয়েছি এখন সময় এসেছে থামার। গাজাকে মুক্ত করো। যথেষ্ট হয়েছে।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ফ্রেইয়ের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ইসরায়েলের দমনপীড়ন বেড়েছে।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল বিষয়ক পরিচালক সারা কুদাহ বলেন, ফ্রেইসহ আটক সব সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিতে হবে। স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর দমনমূলক নীতি বন্ধ করতে হবে।

সর্বশেষ