আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইসলামি আমিরাতের শীর্ষ নেতা ও দেশটির প্রধান বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এই পদক্ষেপ দ্বিমুখী নীতির প্রতিফলন।
রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের উপসভাপতি কনস্তানতিন কোসাচেভ বলেন, ইসলামি আমিরাতকে মস্কোর স্বীকৃতির পরই আদালতের এই সিদ্ধান্ত এসেছে। তিনি অভিযোগ করেন, আদালত পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে যে যুদ্ধাপরাধ করেছে, তা দেখেও না দেখার ভান করছে।
কোসাচেভ আরও বলেন, আফগানিস্তানে গ্রাম, স্কুল ও হাসপাতাল ধ্বংস করা হয়েছে, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, অথচ এসব অপরাধে জড়িত কোনো পশ্চিমা দেশের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেনি আদালত।
গত মঙ্গলবার আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসলামি আমিরাতের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে আমিরাত জানিয়ে দেয়, তারা ওই আদালতকে স্বীকৃতি দেয় না এবং এর কোনো সিদ্ধান্ত মান্যও করে না।
সূত্র: এইচ রেডিও