মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগানিস্তানে সামরিক সরঞ্জাম ফেলে আসায় সাবেক সেনাপ্রধানকে মূর্খ বললেন ট্রাম্প

মার্কিন প্রসিডেন্ট
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : টিআরটি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় মার্কিন সামরিক সরঞ্জাম ফেলে যাওয়ার সিদ্ধান্তের জন্য সাবেক সেনা জেনারেল মার্ক মিলিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। একে তিনি যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বিব্রতকর মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প দাবি করেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় তিনি প্রতিটি সামরিক সরঞ্জাম—এমনকি পেরেক ও স্ক্রু পর্যন্ত—সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জেনারেল মিলি তখন তাকে বলেন, সেগুলো ফেলে যাওয়াই ‘অর্থনৈতিকভাবে লাভজনক’ হবে। ট্রাম্প এ মন্তব্যকে ‘চূড়ান্ত রকমের মূর্খতা’ বলে উল্লেখ করেন এবং মিলিকে ‘মূর্খ’ বলে আখ্যায়িত করেন।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো যখন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। বিশেষ করে, তালেবানের হাতে ফেলে আসা কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম চলে যাওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন