গাজায় চলমান রক্তপাত ও গণহত্যার বিরুদ্ধে আজ শুক্রবার আফগানিস্তানজুড়ে একযোগে ফুঁসে উঠেছে জনতা। দেশের ৩৪টি প্রদেশেই পথে নেমেছেন হাজারো মানুষ—বুকে প্রতিবাদের আগুন, মুখে ফিলিস্তিনের জন্য সহমর্মিতা।
জায়নবাদী নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়েছেন স্বাধীন চিন্তাবিদ, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট, নাগরিক সমাজের প্রতিনিধি ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাধারণ মানুষ। তাদের সবার একটাই বার্তা—ফিলিস্তিনিরা একা নয়, আফগানিস্তান তাদের পাশে আছে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তুলেছেন রাজপথ। তাদের চোখেমুখে ছিল ক্ষোভ, হৃদয়ে ছিল সংহতির স্পন্দন।
আফগান জনতার এই একতাবদ্ধ কণ্ঠ যেন গাজায় অবরুদ্ধ মানুষের জন্য এক নির্ভরতার বার্তা—জুলুমের বিরুদ্ধে ন্যায়ের এই লড়াইয়ে তারা একা নন।
সূত্র: কাবুল ফ্রন্টলাইন











