নয় সন্তানকে শেষ বিদায় জানালেন গাজার দক্ষিণে খান ইউনুসের বাসিন্দা ডা. আলা আল-নাজ্জার। ইসরায়েলি বিমান হামলায় একটি পারিবারিক বাড়ি লক্ষ্য করে চালানো বোমাবর্ষণে তাঁদের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় তাঁর দশম সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
ডা. আলা আল-নাজ্জারের স্বামী, ডা. হামদি, এখনো আইসিইউতে। তিনি এখনো জানেন না, তাঁর নয় সন্তান শাহাদাত বরণ করেছেন।
গাজার আকাশে শোকের ছায়া, মায়ের হৃদয়ে অসহনীয় ভার। সংবেদনশীল এই ঘটনার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
সূত্র: আল-জাজিরা