মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইসলামী মূল্যবোধে গড়া আফগান নারীদের এক বিশেষ বাজার

FB_IMG_1746891419701

আফগানিস্তানে গড়ে উঠেছে নারীদের জন্য এক ব্যতিক্রমী বাজার—একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ পরিসর, যেখানে নারীরা স্বাধীনভাবে ব্যবসা ও কেনাকাটায় অংশ নিচ্ছেন। তালেবান প্রশাসনের অধীনে নারীরাই এগিয়ে এসেছেন নিজেদের উদ্যম, নিষ্ঠা ও আত্মমর্যাদা নিয়ে এই উদ্যোগে নেতৃত্ব দিতে।

বৃহস্পতিবার ও শুক্রবারের বাজার—এই নামেই পরিচিত নারীদের এই বিশেষ হাট। এখানে ইসলামী মূল্যবোধকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে এমন এক পরিবেশ, যা নারীদের জন্য হয়ে উঠেছে আত্মনির্ভরতার প্রতীক। পুরুষ-নারী মিশ্রতা বা অনাকাঙ্ক্ষিত আচরণের কোনো অবকাশ নেই। ফলে নারীরা নির্ভয়ে, স্বাধীনভাবে নিজেদের সৃজনশীল পণ্য বিক্রি করতে পারছেন এবং সম্মানজনক আয়ের সুযোগ পাচ্ছেন।

সত্তরেরও বেশি স্টল নিয়ে জমে উঠেছে এই হাট—হালাল পণ্য, হস্তশিল্প, খাদ্যসামগ্রী ও নানা রকম সৃজনশীল উদ্যোগে পরিপূর্ণ। নারীদের হাতে অর্থনীতির চাকা ঘোরার এই অনন্য দৃষ্টান্ত আফগান সমাজে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে।

এই উদ্যোগ কেবল একটি বাজার নয়—এ যেন নারী ক্ষমতায়নের এক শান্ত, সংবেদনশীল বিপ্লব।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন