মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

মার্কিন রণতরী ‘ভিনসন’ ও ইসরায়েলের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন হামলা

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন, যা হুথি আন্দোলন নামে পরিচিত, এক বিবৃতিতে জানিয়েছে—তাদের ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস ভিনসন’ এবং ইসরায়েলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।
হুথির মুখপাত্র
মার্কিন রণতরী ‘ভিনসন’ ও ইসরায়েলের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন হামলা

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন, যা হুথি আন্দোলন নামে পরিচিত, এক বিবৃতিতে জানিয়েছে—তাদের ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস ভিনসন’ এবং ইসরায়েলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ‘আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও তাদের চালানো ভয়াবহ অপরাধের জবাবে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট আরব সাগরে মার্কিন রণতরী ‘ভিনসন’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে অভিযান চালায়।’

তিনি আরও জানান, এই হামলার মাত্র ২৪ ঘণ্টা আগে হুথি বাহিনী আরেকটি মার্কিন রণতরী ‘ইউএসএস ট্রুম্যান’-কে লোহিত সাগরের উত্তর প্রান্ত থেকে সরে গিয়ে সুয়েজ খালের দিকে যেতে বাধ্য করে। ওই অভিযানে একটি এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়, শত্রুপক্ষের এক আকাশ হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় এবং রণতরীটিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ধাওয়া করা হয়।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথি বাহিনী জানায়, তারা ইসরায়েলের দখলকৃত ইয়াফা শহরে তিনটি ও আশকেলন শহরে একটি ড্রোন হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের জনগণ এবং মুসলিম উম্মাহর স্বাধীনতাপ্রিয় মানুষদের আশ্বস্ত করছি—আল্লাহর সাহায্যে আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। যতদিন না গাজায় বর্বর হামলা বন্ধ হয় এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হয়, ততদিন আমরা প্রতিরোধ চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি সময় থেকে হুথি বাহিনী ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে হুথি ও মার্কিন বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে।

এই পরিস্থিতির জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনজুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে বহু নারী ও শিশু হতাহত হয়েছেন। এসব হামলার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি হুথিদের ‘সম্পূর্ণ নির্মূল’ করার ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ