মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সৌদি কারাগারে প্রখ্যাত আলেম ড. কাসিম আল-কাসহারদির মৃত্যু

সৌদি কারাগারে প্রখ্যাত আলেম ড. কাসিম আল-কাসহারদির মৃত্যু

কাসিম আল-কাসহারদি শা’আর কারাগারে মৃত্যুবরণ করেছেন।

সৌদি আরবের প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ ড. কাসিম আল-কাসহারদি শা’আর কারাগারে মৃত্যুবরণ করেছেন। আসির অঞ্চলে অবস্থিত ওই কারাগারের একটি সেলে তিনি মারা যান বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘সৌদি প্রিজনার্স অব কনশান্স’।

সৌদি আরবের প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ ড. কাসিম আল-কাসহারদি শা’আর কারাগারে মৃত্যুবরণ করেছেন। আসির অঞ্চলে অবস্থিত ওই কারাগারের একটি সেলে তিনি মারা যান বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘সৌদি প্রিজনার্স অব কনশান্স’।

সংগঠনটি জানায়, কয়েক দিন আগে কারাগারে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন ড. কাসহারদি। কিন্তু সময়মতো চিকিৎসা না পাওয়ায় তিনি অবহেলায় মৃত্যু মুখে পড়েন। অসুস্থ অবস্থায় দীর্ঘসময় পড়ে থেকেও তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

ড. কাসিম আল-কাসহারদি কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের পবিত্র কোরআন ও কোরআনিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। পাশাপাশি তিনি তারতীল কোরআন মেমোরাইজেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করতেন।

২০২১ সালের ৮ জুলাই তাকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, তিনি ২০১৩ সালে বিশিষ্ট আলেম ড. আওয়াদ আল-কারনির বাসায় আয়োজিত এক সিম্পোজিয়ামে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছে দুটি বই পাওয়া যায়—গাজি আল-কুসাইবির লেখা So That There May Be No Discord এবং Existentialism—যা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যসূচিতে রয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড শেষে আরও ৮ বছরের জন্য তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ড. কাসহারদি সব সময়ই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছিলেন।

সূত্র: DM

সর্বশেষ