মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

এরদোয়ানকে ‘চমৎকার বন্ধু’ বললেন ট্রাম্প, নেতানিয়াহুকে দিলেন বার্তা

এরদোয়ানকে ‘চমৎকার বন্ধু’ বললেন ট্রাম্প, নেতানিয়াহুকে দিলেন বার্তা
এরদোয়ানকে ‘চমৎকার বন্ধু’ বললেন ট্রাম্প, নেতানিয়াহুকে দিলেন বার্তা

সিরিয়া ইস্যুতে তুরস্কের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘চমৎকার বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়েছেন একপ্রকার পরোক্ষ বার্তা।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ–এর এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘তুরস্ক বলছে তারা সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়, অথচ ইসরায়েল এর বিরোধিতা করছে। আপনি কী মনে করেন—তুরস্ক কি সত্যিই সেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে?’

উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার একজন দারুণ বন্ধু আছেন—এরদোয়ান। নিশ্চয়ই তাঁর নাম শুনেছেন? আমি তাঁকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। মিডিয়া এটা শুনে হয়তো খুশি হবে না। তারা বলবে, ‘ট্রাম্প এরদোয়ানকে ভালোবাসে।’ হ্যাঁ, আমি তাঁকে ভালোবাসি, সেও আমাকে। আমাদের সম্পর্ক কখনোই জটিল হয়নি। নানা কিছু ঘটেছে, কিন্তু সম্পর্কের ভিত্তি অটুট ছিল।’

ট্রাম্প আরও বলেন, ‘ভুলে যেও না, আমরাই তুরস্ক থেকে একজন মার্কিন যাজককে ফিরিয়ে এনেছিলাম—যেটা ছিল বিশাল এক সাফল্য। কিছুক্ষণ আগেই আমি নেতানিয়াহুকে বলেছি, ‘তোমার যদি তুরস্ক নিয়ে কোনো সমস্যা থাকে, আমাকে বলো। আমি সেটা সমাধান করে দিতে পারি। তুরস্ক ও এর নেতৃত্বের সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। চাইলে আমরা একসঙ্গে অনেক সমস্যার সমাধান করতে পারি।’

ট্রাম্প বলেন, একবার তিনি এরদোয়ানকে বলেছিলেন, ‘তুমি এমন একটা কাজ করেছ, যা গত দুই হাজার বছরেও কেউ পারেনি। তুমি কার্যত সিরিয়া পেয়ে গেছ।’ এরদোয়ান হেসে জবাব দেন, ‘না না, আমি না।’ তখন ট্রাম্প বলেন, ‘তুমিই, তবে ঠিক আছে।’ এরদোয়ান তখন বলেন, ‘হয়তো, কোনোভাবে।’

সাক্ষাৎকারের শেষ দিকে নেতানিয়াহুর দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আমি তোমার সমস্যাও সমাধান করে দিতে পারি—শর্ত একটাই, তোমাকে যুক্তিসঙ্গত হতে হবে।’

সর্বশেষ