মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ১ বিলিয়ন আফগানি ব্যয়ে তিন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন মোল্লা বরাদরের

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ১ বিলিয়ন আফগানি ব্যয়ে তিন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন মোল্লা বরাদরের
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ১ বিলিয়ন আফগানি ব্যয়ে তিন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন মোল্লা বরাদরের। ছবি : কেএফ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী (অর্থনৈতিক বিষয়ক) মোল্লা আবদুল গনি বরাদর। কান্দাহার, হেলমান্দ ও জাবুল প্রদেশে এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ১ বিলিয়ন আফগানি।

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—জাবুল প্রদেশের কালাত এলাকায় একটি নতুন সাবস্টেশন নির্মাণ, কান্দাহারের ইস্ট সাবস্টেশনের অসমাপ্ত কাজ শেষ করা এবং হেলমান্দের কাজাকি থেকে কান্দাহার সাবস্টেশন পর্যন্ত ১১০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ।

মোল্লা বরাদর জানান, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের লাখো মানুষ বিদ্যুতের আওতায় আসবেন। একই সঙ্গে এসব প্রকল্প কর্মসংস্থানের নতুন দরজা খুলে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।