পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় একটি বাজার এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত দুই শিশু।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকেরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, কাশ্মীর সংকট নিয়ে ভারতের সঙ্গে মোকাবিলার বদলে পাকিস্তান সেনাবাহিনী কেন নিজেদের দেশের ভেতরে পশতুন নারী ও শিশুদের নিশানা করছে।
সূত্র: কেএফ











