মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

কাশ্মিরিদের মনোবল ভাঙতে ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী

কাশ্মীরে বিধ্বস্ত বাড়ি-ঘর
কাশ্মিরিদের মনোবল ভাঙতে ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী। ছবি কেএমসি

ভারতীয় কর্তৃপক্ষ দখল ও উচ্ছেদের লক্ষ্য নিয়ে কাশ্মিরে ইসরায়েলি কৌশল অনুসরণ করে ঘরবাড়ি ভেঙে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে কাশ্মিরিদের স্বাধীনতার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কাশ্মির মিডিয়া সার্ভিসের (কেএমসি) খবরে জানানো হয়, ভারতীয় অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মিরে বান্দিপোরা, কুপওয়ারা, শোপিয়ান ও পুলওয়ামা জেলায় আরও পাঁচজন কাশ্মিরির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। এর আগে গত ২২ এপ্রিল পেহেলগামে এক ‘অভিযানের’ পর থেকে অন্তত ১২টি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাড়িঘর ভেঙে আতঙ্ক ছড়িয়ে কাশ্মিরিদের দখল মেনে নিতে বাধ্য করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অধিকৃত কাশ্মিরে এই ধ্বংসযজ্ঞ ভারতের দমন-পীড়নমূলক কৌশলের অংশ। পরিকল্পিতভাবে কাশ্মিরিদের ভূমি ও জীবিকা থেকে বঞ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য, বাড়িঘর ধ্বংস আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ। একই সঙ্গে এটিকে ভারতের পরিকল্পিত বসতি স্থাপন প্রকল্পের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মোদি সরকার অধিকৃত জম্মু ও কাশ্মিরে রাজনৈতিক, সাংবিধানিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে কাশ্মিরিদের আরও দুর্বল করে তুলতে দ্রুততার সঙ্গে নানা পদক্ষেপ নিচ্ছে।

সর্বশেষ