সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পুনর্গঠনে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তুরস্ক। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আহমেত ইলদিজ এই আহ্বান জানান।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আশ শায়বানি’র উপস্থিতি দেশটির দ্রুত অগ্রগতি এবং আন্তর্জাতিক অংশীদারত্বের প্রতি নতুন প্রশাসনের প্রতিশ্রুতির প্রতিফলন।
ইলদিজ বলেন, ‘সরকারের সাম্প্রতিক অগ্রগতি সিরীয় জনগণের নেতৃত্বে একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে।’ তিনি মনে করেন, অবকাঠামো পুনর্গঠন, জনসেবা নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা জরুরি হয়ে পড়েছে।
তুর্কি প্রতিনিধি জানান, সিরিয়ার পুনর্গঠনে কার্যকর সহায়তা নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে।
ইসরায়েলের হামলা প্রসঙ্গে ইলদিজ বলেন, সিরিয়ায় ইসরায়েলের বারবারের হামলা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি। এতে আইএসবিরোধী লড়াইও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সিরিয়ায় বাথ পার্টি ও আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর থেকেই নতুন প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে দেশটি এখন পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা করছে।
সূত্র: Trt









