মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

তালেবান পুলিশের অভিযানে আফগানিস্তানে অপহরণচক্রের সদস্যরা গ্রেপ্তার

তালেবান পুলিশ
ছবি : সংগৃহিত

আফগানিস্তানে তালেবান সরকারের (আইইএ) বিশেষ পুলিশ বাহিনীর অভিযানে একটি সক্রিয় অপহরণকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চাঁদাবাজি এবং জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর বিভিন্ন প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ বাহিনী তাদের আটক করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন