পাকিস্তান সেনাবাহিনীর এক সাবেক সদস্যের চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর তার রহস্যজনক মৃত্যু হয়েছে। সেনাবাহিনী ছেড়ে পালানোর পর তিনি গোপন অপারেশন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি দাবি করেছিলেন, রমজানের পর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি সেনাবাহিনী একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। তার মতে, এই অভিযানের লক্ষ্য পশতু ও বেলুচ জনগণের ওপর দমন-পীড়ন চালানো।
এছাড়া, তিনি অভিযোগ করেন যে পাকিস্তান সরকার ধর্মীয় আলেমদের হত্যায় জড়িত এবং মসজিদে বোমা হামলার নেপথ্যেও সেনাবাহিনী রয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনীর সরাসরি আদেশে তিনি নিজেও ১২ জনকে হত্যা করেছিলেন।
তবে এসব তথ্য ফাঁসের পরপরই অজ্ঞাত হামলাকারীদের হাতে তিনি নিহত হন। বিশ্লেষকদের ধারণা, সেনাবাহিনীর গোপন কার্যক্রম প্রকাশ্যে চলে আসায় তাকে চুপ করিয়ে দিতেই হত্যা করা হয়েছে।
সূত্র: KF











