ব্রিটেনে ইসলাম গ্রহণের হার বাড়ার পেছনে গাজা যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। গবেষকদের মতে, ফিলিস্তিন সংকট ব্রিটিশদের মধ্যে ইসলাম সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
একটি ব্রিটিশ গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সংঘাত, বিশেষ করে গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরব্যাপী হত্যাযজ্ঞের সময় ইসলাম গ্রহণের প্রবণতা লক্ষণীয়ভাবে বেড়েছে। গবেষণায় অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, ফিলিস্তিনের পরিস্থিতি তাঁদের চিন্তাভাবনায় বড় পরিবর্তন এনেছে।
গবেষকরা বলেন, ২০২৩ ও ২০২৪ সালের শেষ দিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসমূহ এই জরিপের ফলকে আরও শক্তিশালী করে। সেসব প্রতিবেদনে বলা হয়েছিল, গাজার সর্বশেষ ইসরায়েলি হামলার সময় ব্রিটেনে ইসলাম গ্রহণের হার স্পষ্টভাবে বেড়েছিল।
জরিপে আরও উঠে এসেছে, সাধারণত যারা ইসলাম গ্রহণ করেন, তাঁদের অনেকে জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য বা অর্থ খুঁজতে গিয়েই এই সিদ্ধান্ত নেন।
সংখ্যা ও পরিসংখ্যান
জরিপে অংশ নেওয়া মোট ২ হাজার ৭৭৪ জনের কেউ নতুন ধর্ম গ্রহণ করেছেন, কেউ আবার ধর্মীয় বিশ্বাস পুরোপুরি ত্যাগ করেছেন।
২০% জানিয়েছেন, তাঁরা সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন এবং এর পেছনে বৈশ্বিক সংঘাতের প্রভাব রয়েছে।
১৮% বলেছেন, মানসিক স্বাস্থ্যের কারণেই তাঁরা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: আল জাজিরা











