আসামের তিনসুকিয়া জেলায় সোমবার সকালে স্পষ্টভাবে প্রকাশ পেল পক্ষপাত আর উসকানিমূলক আচরণ। তিনসুকিয়া রেলস্টেশনের কাছাকাছি ৪৪ কাশ্মীরিকে দেখে স্থানীয় কয়েকজন তাঁদের জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, দখলকৃত জম্মু ও কাশ্মীরের দোদা ও কিশতওয়ার জেলা থেকে আসা এ শ্রমিকদের পরে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ফোর্সের হাতে তুলে দেওয়া হয়। অরুণাচল প্রদেশে ট্রান্সমিশন লাইন নির্মাণের কাজে তাঁদের নিয়ে এসেছিলেন এক ঠিকাদার।
স্থানীয়দের দাবি, ১০ নভেম্বর দিল্লির বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এ দলটিকে ‘সন্দেহজনক’ মনে হওয়ায় পুলিশে সোপর্দ করা হয়েছে। এতে দেশজুড়ে কাশ্মীরিদের প্রতি বাড়তে থাকা সন্দেহ ও অবিশ্বাসের পরিবেশ স্পষ্ট হয়ে ওঠে।
আটকদের বক্তব্য, তাঁরা সেদিনই ট্রেনে এসে পৌঁছেছিলেন এবং কেবল কাজের উদ্দেশ্যেই যাত্রা করছিলেন। তবুও শুধুমাত্র কাশ্মীরি পরিচয়ের কারণেই তাঁদের হয়রানি ও কঠোর নজরদারির মুখে পড়তে হলো।
পর্যবেক্ষকদের মতে, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সময় কাশ্মীরিদের বিরুদ্ধে বৈষম্য ও অসহিষ্ণুতার যে বিস্তৃত ধারা তৈরি হয়েছে, এ ঘটনা তারই অংশ। সাধারণ মানুষকেও দিনদিন প্রোফাইলিং, অপমান আর সম্ভাব্য হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এমন সন্দেহ ছড়ানোর প্রবণতা ভয়ের পরিবেশ তৈরি করছে, সামাজিক দূরত্ব বাড়াচ্ছে। এতে করে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের আরও কোনঠাসা করার চেষ্টা চলছে।
সূত্র: কেএমএস










