মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

কাশ্মিরিদের গায়ে লাগানো হচ্ছে জিপিএস ট্র্যাকার

জিপিএস ট্র্যাকিং অ্যাঙ্কলেট হলো গোড়ালিতে লাগানো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা মুহূর্তে কারও অবস্থান জানিয়ে দেয়। আইআইওজেকে-তে এ ধরনের ডিভাইস ব্যবহারের ঘটনা দেখায়, দখলদারিত্বকে প্রযুক্তির মাধ্যমে আরও শক্ত করছে ভারত।
কাশ্মিরিদের গায়ে লাগানো হচ্ছে জিপিএস ট্র্যাকার
কাশ্মিরিদের গায়ে লাগানো হচ্ছে জিপিএস ট্র্যাকার

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে (আইআইওজেকে) ব্যক্তিগত গোপনীয়তার সরাসরি লঙ্ঘন করে এক কাশ্মিরির পায়ে জিপিএসচালিত ট্র্যাকিং ডিভাইস বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। উধমপুর জেলার একটি আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁর চলাফেরা নজরদারির শর্ত হিসেবে এই ডিভাইস পরানো হয়েছে।

কাশ্মির মিডিয়া সার্ভিস জানায়, জিপিএস ট্র্যাকিং অ্যাঙ্কলেট হলো গোড়ালিতে লাগানো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা মুহূর্তে কারও অবস্থান জানিয়ে দেয়। আইআইওজেকে-তে এ ধরনের ডিভাইস ব্যবহারের ঘটনা দেখায়, দখলদারিত্বকে প্রযুক্তির মাধ্যমে আরও শক্ত করছে ভারত।

পুঞ্চ জেলার কারমারার বাসিন্দা মোখতার আহমদ, মোহাম্মদ রশিদের ছেলে, এক সাজানো মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনের আবেদন করলে উধমপুরের জেলা ও দায়রা জজ আদালত জামিন মঞ্জুর করে ঠিকই, তবে শর্ত দেয়, পায়ে জিপিএস ট্র্যাকার বেঁধে রাখতে হবে।

এ ঘটনা নতুন কিছু নয়। সাজানো মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত বহু কাশ্মিরিকেই একই ধরনের ডিজিটাল নজরদারিতে রাখা হচ্ছে। ২০১৯ সালের আগস্টের পর নজিরবিহীন দমন-পীড়নের পাশাপাশি আইআইওজেকে-র মানুষ প্রতিদিনই নানা স্তরের নজরদারির মধ্যে জীবন কাটাচ্ছেন। তার মধ্যে আছে এই জিপিএস অ্যাঙ্কলেটও। চেকপোস্টে, কর্মস্থলে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে। ভারতীয় বাহিনীর সদস্যরা নিয়মিত কাশ্মিরিদের মোবাইল ফোন নিয়ে যোগাযোগের তথ্য খতিয়ে দেখে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন