বছরের পর বছর নৈতিকতার বুলি আওড়ানো, ইউরোপের পোশাক বাজার এখনও চলছে উইঘুর মুসলমানদের জোরপূর্বক শ্রমে উৎপাদিত তুলায়। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে, পূর্ব তুর্কিস্তানের (চীনের জিনজিয়াং অঞ্চল) তুলা এখনও বাংলাদেশসহ নানা দেশের মাধ্যমে ঢুকছে ইউরোপীয় ব্র্যান্ডগুলোর সরবরাহ চেইনে।
ইউনিভার্সিটি টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অন্তত ১৫টি পোশাক কারখানা শত শত টন তুলা আমদানি করেছে দুটি চীনা কোম্পানি, এসকুয়েল গ্রুপ (Esquel Group) এবং জিয়াংসু লিয়ানফা টেক্সটাইলস (Jiangsu Lianfa Textiles) থেকে। এই দুই প্রতিষ্ঠান চীনের কুখ্যাত জোরপূর্বক শ্রম প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত বলে বহু আন্তর্জাতিক সংস্থা অভিযোগ তুলেছে। এদের সরবরাহেই তৈরি হচ্ছে ইউরোপের বড় বড় ব্র্যান্ড যেমন টেস্কো (Tesco) ও পেনিস (Penneys)-এর পোশাক।

চীনের জিনজিয়াং অঞ্চল বিশ্বে মোট তুলা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহের কেন্দ্র হলেও, এখানেই চলেছে উইঘুর মুসলিমদের ওপর চীনা সরকারের নৃশংস নিপীড়ন।
জাতিসংঘের ২০২২ সালের এক প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে চীনা কর্তৃপক্ষ এই অঞ্চলে নিরীহ উইঘুর মুসলিমদের ওপর নানা ধরনের দমন-পীড়ন চালাচ্ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শারীরিক নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও অনৈচ্ছিক বন্ধ্যাকরণ।
সূত্র: উইঘুর নিউজ









