হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দার শাহাদাতের খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফিলিস্তিনি সামরিক বিশ্লেষক নিদাল আবু জাইদ। তাঁর মতে, ইসরায়েলের সরকারি বিবরণীর বিপরীতে আবু উবায়দা হয়তো গুরুতরভাবে আহত হয়েছেন, তবে শহিদ হননি।
জর্ডানের রুইয়া টিভি-র আলোচিত অনুষ্ঠান ‘নাবদুল বালাদ’–এ এক আলোচনায় আবু জাইদ বলেন, তাঁর এই বিশ্লেষণ কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের ওপর ভিত্তি করে। সবচেয়ে বড় বিষয় হলো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত (শাবাক) এখনো পর্যন্ত আবু উবায়দার মরদেহ উদ্ধারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, যা এমন অভিযানের ক্ষেত্রে অস্বাভাবিক।
মরদেহ না পাওয়া এক বড় ইঙ্গিত
আবু জাইদ বলেন, ‘ইসরায়েলি সেনারা সাধারণত কোনো হামাস নেতাকে টার্গেট করে হত্যা করলে তার মরদেহ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে জানায়। কিন্তু এবারে সেটা করেনি। এ কারণেই ধরে নেওয়া যায়, হয়তো আবু উবায়দা গুরুতরভাবে আহত হয়েছেন, কিন্তু শহিদ নন।’
তাঁর মতে, মরদেহ না পাওয়ার বিষয়টি ইসরায়েলের সরকারি বিবরণীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, বিশেষ করে যখন দেশটির গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত নিখুঁতভাবে এমন অভিযানগুলো পরিচালনা করে থাকে।

‘দ্বিতীয় লজ্জা’ ইসরায়েলের
আবু জাইদ বলেন, যদি ধারণাটি সত্যি হয়, তবে এটি ইসরায়েলের জন্য ‘২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বড় ব্যর্থতা’ হবে। তাঁর ভাষায়, ‘এটা প্রমাণ করে দেবে যে, প্রতিরোধশক্তি (মুকাওয়ামা) এখনো তাদের নেতৃত্বকে সুরক্ষিত রাখতে সক্ষম।’
তিনি বলেন, এই ঘটনাই প্রমাণ করে যে, ফিলিস্তিনি প্রতিরোধ শুধু সাহস নয়, কৌশলগত পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি সাংগঠনিক ক্ষমতার দিক থেকেও পরিণত হয়ে উঠেছে।
আবু উবাইদার প্রতীকী ভূমিকা
আবু জাইদ মনে করেন, আবু উবাইদা নিঃসন্দেহে প্রতিরোধের শক্তিশালী প্রতীক, কিন্তু প্রতিরোধ কোনো এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিরোধ মানে শুধু আবু উবাইদা, মুহাম্মদ দাইফ বা ইয়াহিয়া সিনওয়ার নয়, এটি একটি ধারাবাহিক শক্তি, একটি সংগঠিত কৌশল।
তিনি মনে করিয়ে দেন, বহু শীর্ষ নেতা শহিদ হয়ে যাওয়ার পরও টানা ৭৩৬ দিন ধরে প্রতিরোধ টিকে আছে। এটি প্রমাণ করে যে, প্রতিরোধের শক্তি কোনো ব্যক্তির নয়, বরং সংগঠনের মধ্যে নিহিত।
আবু জাইদের মতে, এসব ইঙ্গিত ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার ধারাবাহিকতা স্পষ্ট করে। তিনি বলেন, ‘সরকারি বিবরণীগুলোকে সত্য ধরে নেওয়ার আগে ফিল্ডের তথ্য ও বাস্তবতার অগ্রগতি সতর্কভাবে বিশ্লেষণ করা দরকার।’
সূত্র: রুইয়া নিউজ











