মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ভারতের জয়নপুরে গর্ভবতী মুসলিম নারীকে চিকিৎসা দিতে অস্বীকার হিন্দুত্ববাদী ডাক্তারের

ভারতের জয়নপুরে গর্ভবতী মুসলিম নারীকে চিকিৎসা দিতে অস্বীকার হিন্দুত্ববাদী ডাক্তারের

উত্তর প্রদেশের জয়নপুরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। গর্ভবতী মুসলিম নারী শামা পারভীনকে কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে চিকিৎসা দিতে অস্বীকার করেছে এক উগ্র হিন্দুত্ববাদী চিকিৎসক।

ভিডিও বার্তায় শামা পারভীন অভিযোগ করেন, মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক প্রকাশ্যে ঘোষণা দেন—মুসলিম রোগীদের চিকিৎসা করা হবে না। তিনি বলেন, ‘সকাল ৯টায় আমাকে ভর্তি করা হয়। কিন্তু এখনো আমার ডেলিভারি হয়নি। চিকিৎসক নির্দেশ দিয়েছেন আমাকে অপারেশন থিয়েটারে না নিতে। আমি বিছানায় কষ্টে শুয়ে আছি, অথচ ডাক্তার স্পষ্টভাবে চিকিৎসা করতে অস্বীকার করেছেন।’

শামার স্বামী আরমান জানান, চিকিৎসক সব রোগীকে দেখেছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রী এবং আরেক মুসলিম নারীকে বাদ দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তাঁর ঘৃণিত সাম্প্রদায়িক মানসিকতা প্রকাশ করেছেন।

শামা পারভীন বলেন, তিনি ও তাঁর স্বামী চিকিৎসকের মুখোমুখি হয়ে বৈষম্যের প্রতিবাদ করলেও ওই চিকিৎসক নির্লজ্জভাবে মুসলিম বিরোধী মনোভাবেই অটল থাকেন।

ভারতে মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণা ও বৈষম্যের এটি আরেক জঘন্য উদাহরণ। পাহালগাম হামলার পর দেশজুড়ে মুসলিমদের চিকিৎসা, শিক্ষা ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের ঘটনা বেড়েছে। কলকাতায়ও এক মুসলিম নারীকে চিকিৎসা দিতে অস্বীকার করেছিলেন আরেক চিকিৎসক। প্রকাশ্যে বলেছিলেন—তিনি ‘মুসলিম রোগী দেখেন না।’ এতে ভেঙে পড়ে ওই নারী ও তাঁর পরিবার।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন