মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

বিহারে নামাজের সময় গানের সাউন্ড কমাতে বলায় মুসলিম যুবককে মারধর

2025-09-23_184811-746x420

ভারতের বিহারে নামাজের সময় গানের সাউন্ড কমানোর অনুরোধ করায় এক মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। গুরুতর আহত ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনী জেলায়। স্থানীয় সূত্র জানায়, ২০ বছর বয়সী মুহাম্মাদ ইব্রাহীম তার ফুফুর বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িটি এক মসজিদের কাছে হওয়ায় তিনি নিয়মিত নামাজে যেতেন। সোমবার বিকেলে হিন্দুদের এক শোভাযাত্রা মসজিদের পাশ দিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিল। এ সময় ইব্রাহিম শান্তভাবে অনুরোধ করেন, নামাজ চলায় তারা যেন সাউন্ড কমিয়ে দেয় অথবা এগিয়ে যায়।

কিন্তু কথোপকথনের একপর্যায়ে শোভাযাত্রার কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তারা ইব্রাহিমের মাথার টুপি ছুড়ে ফেলে দেয়। এরপর দল বেঁধে তার ওপর হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পান ইব্রাহিম।

ইব্রাহিমের বড় ভাই মোহাম্মাদ ইস্কার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমার ভাই কেবল শান্তি চেয়েছিল। নামাজের সময় সাউন্ড যেন কমানো হয়, এই অনুরোধেই ওদের রোষের শিকার হতে হলো।”

পরবর্তীতে আহত ইব্রাহিমকে দ্রুত মধুবনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছে। আরও পরীক্ষার পরই তার সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পরিবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। তবে মধুবনী পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

এ ঘটনায় স্থানীয় মুসলিম সমাজ ও মানবাধিকারকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, এটি শুধু একটি হামলার ঘটনা নয়, বরং সংখ্যালঘুদের মৌলিক অধিকার লঙ্ঘনের আরও একটি জ্বলন্ত উদাহরণ।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন