মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

মংডুতে রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর মংডুর হুয়েলা-বা গ্রামে পরিকল্পিত হামলায় রোহিঙ্গাদের বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি। সোমবার এ হামলায় একরাতে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে সশস্ত্র হামলাকারীরা অন্তত তিনটি রোহিঙ্গা বাড়িতে ঢুকে খাদ্যসামগ্রী, গৃহস্থালি দ্রব্য ও ব্যক্তিগত জিনিসপত্র লুট করে। রাত ১১টার দিকে তারা আবার ফিরে এসে আরও চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

একজন ভুক্তভোগী বলেন, ‘ওরা আমাদের ঘরে ঢুকে সবকিছু নিয়ে গেছে। তারপর রাতে ফিরে এসে যা বাকি ছিল তাও পুড়িয়ে দিয়েছে। এখন আমাদের কাছে আর কিছু নেই—না খাবার, না আশ্রয়, না নিরাপত্তা, না কোনো আশা।’

হামলার কারণে একাধিক পরিবার রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে। মংডু ও পুরো আরাকানে রোহিঙ্গাদের মানবিক সংকট আরও তীব্র হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে—কখনো সম্পদ হারাচ্ছেন, কখনো আশ্রয়, আবার কখনো নিরাপত্তার শেষ অবলম্বনটুকুও হারিয়ে ফেলছেন।

মানবাধিকারকর্মীদের মতে, এ হামলা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরাকান আর্মির নেতৃত্বে রোহিঙ্গাদের পরিকল্পিত জাতিগত নিধনের অংশ। সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক একই ধরনের আক্রমণ রোহিঙ্গাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। বহু মানুষ এখনো ঘরবাড়ি হারিয়ে শিবিরে বন্দী জীবনযাপন করছেন, যেখানে চিকিৎসা, শিক্ষা কিংবা চলাচলের স্বাধীনতার কোনো সুযোগ নেই।