মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

কাবুলে ভারতীয় কূটনীতিক বহিষ্কার

images (21)

হরিশ কুমার নামের এক জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। অভিযোগ, তিনি তালেবানবিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তাদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। আফগানিস্তান ইন্টারন্যাশনালের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ১৭ আগস্ট কুমারকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে কাবুল ছাড়তে বাধ্য করা হয়। প্রাক্তন আফগান সরকারের পতনের পর থেকে তিনি কূটনীতিক ও ভারতের বহির্বিশ্ব গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে কাবুলে দায়িত্ব পালন করছিলেন।

প্রতিবেদনে বলা হয়, দিল্লি ও কাতারে সফরের সময় কুমার তালেবানবিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে ইসলামাবাদে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা হয়েছিল। তবে ২৫–২৬ আগস্টের বৈঠকটি শেষ পর্যন্ত স্থগিত হয়। এ নিয়ে তালেবানের শীর্ষ নেতা আব্দুল গনি বারাদার, ইয়াকুব মুজাহিদ ও আমির খান মুত্তাকি আপত্তি জানান এবং প্রকাশ্যে পাকিস্তানের উদ্যোগের সমালোচনাও করেন।

পরে কুমার কাতার ও দুবাইয়ে বৈঠক আয়োজনের চেষ্টা করেন। কারণ, দিল্লি চাইছিল না আলোচনাটি ইসলামাবাদে হোক।

১৩ আগস্ট তিনি কাবুলে ফেরেন। দুদিন পর রাজধানীর শাহর-ই-নও এলাকার একটি রেস্তোরাঁয় তালেবানবিরোধীদের সঙ্গে বৈঠক করেন। তালেবান গোয়েন্দারা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

১৬ আগস্ট ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের ডেকে কুমারকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় তালেবান। পরদিন তিনি কাবুল ছেড়ে দিল্লি ফিরে যান। ভারতীয় দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

দীর্ঘ বৈরিতার পরও গত দুই বছরে ভারত ও তালেবানের মধ্যে যোগাযোগ বেড়েছে। ভারত আফগানিস্তানের দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিয়ন্ত্রণ তালেবানের হাতে তুলে দিয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্তত দুবার টেলিফোনে কথা বলেছেন। ভারত তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণও জানিয়েছিল, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আপত্তিতে সফরটি হয়নি।