অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীরে তিন দিনে প্রায় ৩০০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে বিজেপি প্রশাসন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বাধীন এই পদক্ষেপের লক্ষ্য ছিল দোদা, কিশতওয়ার ও রামবান জেলার ব্যবহারকারীরা।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, দোদায় এমএলএ মেরাজ মালিককে গ্রেপ্তারের পর শুরু হওয়া বিক্ষোভের ছবি, ভিডিও ও বিজেপি-বিরোধী পোস্ট ছড়িয়ে পড়ছিল ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে। এসব কনটেন্টে পুলিশের দমননীতি, বিজেপির রাজনৈতিক এজেন্ডা ও ‘শান্তি’র প্রচারণার অসঙ্গতি উন্মোচিত হচ্ছিল।
পুলিশ বলছে, কয়েকটি অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করা হয়েছে। কিছু অ্যাকাউন্ট স্থানীয়ভাবে শনাক্ত করা গেলেও বাকিগুলো স্থায়ীভাবে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কোম্পানির কাছে চিঠি দিয়েছে ভারত।
দোদা-কিশতওয়ার-রামবান রেঞ্জের ডিআইজি শ্রীধর পাতিল জানান, আইটি সেল অ্যাকাউন্ট শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ অব্যাহত রাখবে।
সূত্র: কেএমএস





