মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

তদন্ত ছাড়াই আফগানিস্তানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

ইসলামি ইমারাত আফগানিস্তানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ৯/১১ হামলার পর কোনো সঠিক তদন্ত ছাড়াই যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইসলামি ইমারাতকে অভিযুক্ত করে সামরিক আক্রমণ চালিয়েছিল।

তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, ওসামা বিন লাদেন ইসলামি ইমারাত প্রতিষ্ঠার আগেই আফগানিস্তানে এসেছিলেন। ইমারাতের সময় তিনি সীমিত ও নিয়ন্ত্রিত অবস্থায় ছিলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেওয়া হয়েছিল—বিন লাদেনের বিরুদ্ধে অভিযোগ থাকলে আফগান আদালতে বিচার হতে পারে। আর আস্থা না থাকলে আফগানিস্তান, সৌদি আরব ও আরেকটি ইসলামি দেশ মিলে যৌথ আদালত গঠন করতে পারে।

মুজাহিদ জোর দিয়ে বলেন, ইসলামিক আমিরাত কখনোই আফগান ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। তিনি দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে যুক্তরাষ্ট্রকে নীতি পরিবর্তনের আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘আমরা চাই যুক্তরাষ্ট্র স্বাভাবিক নীতি গ্রহণ করুক এবং আফগানিস্তান সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুক।’

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শিকাগোর সহিংসতা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। তাঁর দাবি, ‘প্রতি সপ্তাহে ৬, ৭, ৮, ৯ জন মারা যাচ্ছে, ৩০ থেকে ৪০ জন গুলিতে আহত হচ্ছে। এটা আফগানিস্তানের চেয়েও খারাপ।’

২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে কাবুল–ওয়াশিংটনের সম্পর্ক অনিশ্চিত অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসলামি ইমরাত সরকারকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানের বিপুল অর্থ আটকে আছে বিদেশি ব্যাংকে।