মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে তালেবানের বিবৃতি

images (10)

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি ইমারত আফগানিস্তান।

ইসলামি ইমারত আফগানিস্তান এক বিবৃতিতে বলেছে শহীদদের পরিবার এবং ফিলিস্তিনি মুজাহিদদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁদের স্বজনদের ধৈর্য ও সান্ত্বনা দেন।

ইসলামি ইমারত আফগানিস্তান এ হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং হামাসকে লক্ষ্য করে চালানো নৃশংস অপরাধ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ সব মানবিক নীতি ও মূল্যবোধের পরিপন্থী।

আরও বলা হয়েছে, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি ভঙ্গ করছে এবং ভয়াবহ অপরাধ চালাচ্ছে কোনো জবাবদিহি ছাড়াই। প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা লজ্জাজনক, যা দুঃখজনক বলেও উল্লেখ করা হয়।

ইসলামি ইমারত আফগানিস্তান জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান অপরাধ বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।