গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘চরম ভয়াবহ’ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। তবে দেশটির সরকার বলছে, তারা এটিকে গণহত্যা হিসেবে মনে করছে না।
সেপ্টেম্বরের ১ তারিখে লেখা এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ব্রিটিশ সরকার এই সিদ্ধান্তে আসেনি যে ইসরায়েল গাজায় সচেতনভাবে গণহত্যা চালাচ্ছে। পরে গণমাধ্যমে এই চিঠি প্রকাশিত হয়।
চিঠিটি লেখা হয় ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সভাপতি সারা চ্যাম্পিয়নের কাছে। তিনি জানতে চেয়েছিলেন, ইসরায়েলের কাছে পরোক্ষভাবে পৌঁছানো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ অব্যাহত রেখে কীভাবে গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দায়বদ্ধতা পালিত হচ্ছে।
সূত্র: টিআরটি











