কাবুলে ৯ হাজার ৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সই হয়েছে একাধিক চুক্তি। এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের অর্থনীতি বিষয়ক উপদপ্তর।
শনিবার, ১৫ সেপ্টেম্বর কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত আফগানিস্তানের বিদ্যুৎ খাতে বিনিয়োগ আহবান ও সহায়তা সম্মেলন-এ দ্যা আফগানিস্তান ব্রেশনা শেরকাত (ডিএবিএস) ও বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের মধ্যে এসব চুক্তি হয়। এর মধ্যে রয়েছে ৯ হাজার ১২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং অতিরিক্ত ২৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।
এছাড়া উজবেকিস্তান ও ডিএবিএসের মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় সুরখান থেকে পুলি–খুমরি পর্যন্ত ৫০০ কেভি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ, দাশতে–আলওয়ান ও আরগান্দি সাবস্টেশন উন্নয়ন, শেইখ মিসরি সাবস্টেশনে ২২০ কেভি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং সাবস্টেশনের সক্ষমতা বাড়ানোর কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
আফগানিস্তানের প্রাকৃতিক বিদ্যুৎ সম্পদ বিপুল। সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশীয় চাহিদ করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানিও সম্ভব হবে।
সূত্র: হুররিইয়াত











