ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির শহিদ ইজ্জুদ্দিন আল কাসসামের কবর ভাঙার নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টের (কেনেসেট) স্বরাষ্ট্র কমিটির বৈঠকে নিশের মেয়রকে তিনি বলেন, ‘আমি ইজ্জুদ্দিন আল কাসসামের কবর ভাঙার নির্দেশ দিয়েছি। পুলিশ এই কাজ বাস্তবায়ন করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।’ তার ভাষায়, ‘সন্ত্রাসীরা মৃত্যুর পরও শান্তিতে থাকতে পারে না।’
এর আগে হাইফার নিশের কবরস্থানে অবস্থিত ইজ্জুদ্দিন আল কাসসামের কবর অপসারণ বা ধ্বংসের দাবি একাধিকবার তুলেছেন ইসরায়েলি কর্মকর্তারা। চলতি মাসের ৬ আগস্ট ওৎজমা ইয়েহুদিত (ইহুদি শক্তি) দলের সংসদ সদস্য ইসহাক ক্রুজারও একই দাবি জানান। গত জুলাইয়ে তিনি কবরটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত অপসারণের আহ্বান জানান এবং বলেন, এই কবর কোনোভাবেই সন্ত্রাস সমর্থকদের তীর্থস্থানে পরিণত হওয়া উচিত নয়।
ইজ্জুদ্দিন আল কাসসাম ১৮৮৩ সালে সিরিয়ার উপকূলীয় শহর জাবলেহতে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর শুরুতে তিনি সিরিয়া ও ফিলিস্তিনে ফরাসি ও ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের নেতৃত্ব দেন। ১৯৩৫ সালের ১৯ নভেম্বর জেনিনের কাছে ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধে তিনি শহিদ হন।
তাঁর সংগ্রাম ও ত্যাগের স্মরণে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের সামরিক শাখার নামকরণ করে ‘শহিদ ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড’।
সূত্র: আল জাজিরা











