গত এক বছরে ইসরায়েল ছেড়েছেন অন্তত ১,৭০০ কোটিপতি। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, এই ধরণের প্রস্থান ইসরায়েলের অর্থনীতির জন্য একটি ‘প্রকৃত ও গুরুতর ধাক্কা’।
মঙ্গলবার চ্যানেল ১৩–এর এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে ইসরায়েল থেকে দেশটির উচ্চ আয়ের অন্তত ১,৭০০ ব্যক্তি চলে গেছেন। বিশ্লেষকদের মতে, এ ধারা অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
অর্থনীতিবিদদের ব্যাখ্যায়, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং চলমান যুদ্ধবিরোধী অনিশ্চয়তার কারণে ধনী নাগরিকেরা বিকল্প নিরাপদ আবাসের সন্ধানে দেশ ছাড়ছেন।
এদিকে ইদিয়োথ আহরোনোথ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ‘ইনোভেশন অথরিটি’র তথ্য অনুসারে, ২০২৩ সালের শেষ দিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রযুক্তিখাত থেকে অন্তত ৮,৩০০ পেশাদার কর্মী দেশ ত্যাগ করেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সংখ্যা ‘হাইটেক’ খাতে কর্মরত মোট জনবলকের প্রায় ২.১ শতাংশ। যা আগামী ২০২৫ সালে খাতটির কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পত্রিকাটি একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক প্রস্থান ভবিষ্যতে বিনিয়োগ, উদ্ভাবন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল মায়াদিন
 
								 
															 
								 
											







 
															 
															



