মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় হুমকি এখন ইসরায়েল: তুরস্ক

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে ইসরায়েল—এমন মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আঞ্চলিক শান্তি বিঘ্নিত করছে ইসরায়েল। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ সংহতি বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে।

বিবৃতিতে বলা হয় কৌশলগতভাবে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরায়েল। তুরস্কের ভাষ্য ‘আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইসরায়েলকে অবশ্যই তার সম্প্রসারণবাদী নীতি থেকে সরে আসতে হবে।’

তুরস্ক আরও জানায় ইসরায়েলকে দখল করা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে এবং সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলো বাধাগ্রস্ত করা থেকে বিরত থাকতে হবে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় ‘ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন রোধে এখনই বিশ্বকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তুরস্ক প্রশ্ন তোলে ‘সিরিয়া ও লেবাননে যেসব ইতিবাচক পরিবর্তন ও অগ্রগতি হচ্ছে এবং যা আঞ্চলিক স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি করছে, সেগুলো নিয়ে ইসরায়েলের এত উদ্বেগের কারণ কী?’

বিবৃতিতে আরও বলা হয় বুধবার রাতে সিরিয়ার ভেতরে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, সেটি দেশটির সংঘাতনির্ভর নীতিরই ধারাবাহিকতা।

তুরস্কের এই প্রতিক্রিয়ার আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর অভিযোগ করেন, ‘সিরিয়া, লেবাননসহ আরও কয়েকটি অঞ্চলে তুরস্ক নেতিবাচক ভূমিকা রাখছে, যা নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন।’

বুধবার রাতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার হিমস প্রদেশে অবস্থিত টি-৪ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালায়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল তুরস্ককে বার্তা দেওয়া—এই অঞ্চলে তুরস্ককে কোনো সামরিক ঘাঁটি গড়তে দেবে না ইসরায়েল।

সর্বশেষ