IMG-20250703-WA0001

মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

জর্ডান সীমান্তে নতুন নিরাপত্তা প্রাচীর তৈরির প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইসরায়েল অস্ত্র ও মাদক চোরাচালান রোধে জর্ডান সীমান্তে একটি নতুন প্রতিরক্ষা বেড়া নির্মাণের পরিকল্পনা করছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১.৪ বিলিয়ন ডলার এবং নির্মাণকাজ শেষ হতে আনুমানিক তিন বছর সময় লাগবে।

প্রতিবেদন অনুসারে বহু প্রতীক্ষিত এই বেড়া গোলান হাইট মালভূমির দক্ষিণাঞ্চলের হামাত গাদির থেকে শুরু হয়ে ইলাতের উত্তরে রামোন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত হবে। নিরাপত্তা ও ভৌগোলিক ভারসাম্য রক্ষা করতে এটি যথাসম্ভব মূল সীমান্তের নিকটবর্তী স্থানে নির্মিত হবে।

ইসরায়েল ইতোমধ্যেই জর্ডান সীমান্তের ৩০ কিলোমিটার দীর্ঘ ইলাত থেকে রামোন বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত একটি অংশের কাজ সম্পন্ন করেছে। যা ইসরায়েলের মিশর ও গাজা সীমান্তে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ। বর্তমানে সীমান্তের কিছু অংশে সেন্সরযুক্ত পুরনো তারের বেড়া রয়েছে, তবে অন্যান্য অংশ এখনো কেবল কাঁটাতারের মাধ্যমে সুরক্ষিত।

ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গত আগস্ট মাসে দ্রুত জর্ডান সীমান্তজুড়ে একটি নিরাপত্তা বেড়া নির্মাণের আহ্বান জানিয়েছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, ইরান অস্ত্র চোরাচালানের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘পূর্বাঞ্চলীয় সন্ত্রাসী ফ্রন্ট’ গঠনের চেষ্টা করছে।

অতঃপর গত নভেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে তারা এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করেছে। প্রকল্পটি আসলে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বহুবার সীমান্তে বেড়া শক্তিশালী করার বা নতুন সীমান্তপ্রাচীর নির্মাণের কথা বলেছেন।

২০২৩ সালে অনুপ্রবেশ রোধে তিনি পুরো সীমান্তজুড়ে বেড়া নির্মাণের আদেশ দেন। অবশ্য ২০১২ সালেই তিনি এই পরিকল্পনার কাজ শুরু করতে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন।
২০১৫ সালে সেন্সর-সংযুক্ত একটি উন্নত সীমান্তবেড়া নির্মাণের কথা প্রচার করেন এবং এক বছর পর ঘোষণা দেন , ইসরায়েলের পুরো সীমানাকে এমন উন্নতমানের বেড়া দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা রয়েছে।

যদিও নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন ১.১ বিলিয়ন ডলার খরচে নির্মিত তাদের উন্নত প্রযুক্তির নিরাপত্তা বেড়া কার্যকর হবে কিন্তু বাস্তবে এটি প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা দিতে পারেনি। গাজার সীমান্তে নির্মিত লোহার প্রাচীর, সেন্সর ডিভাইস এবং কংক্রিটের সেই দেয়াল ২০২৩ সালের ৭ অক্টোবর সকালে হামাস এটি সহজেই ভেঙে ফেলেছিল।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ