মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইসরায়েলি সেনাবাহিনীতে আহত ও পঙ্গুর সংখ্যা ৭৮ হাজারে পৌঁছেছে

c90dbcb7-26b6-4aba-ade8-7ec3bb624976

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের ফলে দেশটির সেনাবাহিনীতে আহত ও পঙ্গু সৈন্যের সংখ্যা বেড়ে ৭৮ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে বেশিরভাগই রিজার্ভ বাহিনীর সদস্য, আর আহতদের অর্ধেকের বেশি বয়সে ৩০ বছরের নিচে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৬২ শতাংশ মানসিক আঘাতে ভুগছেন, আর ১০ শতাংশের অবস্থা মাঝারি থেকে গুরুতর। বর্তমানে ১৯৪ জন সৈন্য ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, সেনাবাহিনীর চিফ অব স্টাফ দপ্তরে তীব্র জনবল সংকট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, আগামী কয়েক বছর নিয়মিত সেনাদের ওপর প্রচণ্ড চাপ থাকবে এবং তারা স্বাভাবিক ছুটিতেও বাড়ি ফিরতে পারবে না।

ইসরায়েলি বাহিনীর অপারেশন শাখার হিসাব অনুযায়ী, দেশটি এমন এক জনবল সংকটের মুখোমুখি হতে যাচ্ছে, যা ১৯৮০-৯০-এর দশকে দক্ষিণ লেবাননের নিরাপত্তা বেষ্টনী ও দ্বিতীয় ইন্তিফাদার সময়ের পর আর দেখা যায়নি।