মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলকে এক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা থামাচ্ছে না ইসরায়েল
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা থামাচ্ছে না ইসরায়েল। ছবি : আল জাজিরা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রচেষ্টার মধ্যেই ইসরায়েলের জন্য এক বিলিয়ন ডলারের নতুন অস্ত্র বিক্রির অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসের কাছে পাঠানো এ প্রস্তাবের মধ্যে মূলত বোমা ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে ৪,৭০০টি এক হাজার পাউন্ড (অর্ধ টন) ওজনের বোমা, যার মূল্য ৭০০ মিলিয়ন ডলারের বেশি। এ ছাড়া ক্যাটারপিলার কোম্পানির তৈরি সাঁজোয়া বুলডোজার কেনার পরিকল্পনাও রয়েছে, যার আনুমানিক মূল্য ৩০০ মিলিয়ন ডলার।

এর আগে, গত মাসের শেষ দিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন, যাতে বাইডেন প্রশাসনের স্থগিত করা দুই হাজার পাউন্ড (প্রায় এক টন) ওজনের বোমার সরবরাহ আবার চালু করা হয়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ১,৮০০টি এমকে-৮৪ (মার্ক ৮৪) বোমা শিগগিরই জাহাজে তুলে ইসরায়েলে পাঠানো হবে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) এক সপ্তাহ আগে জানিয়েছিল, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক বিদেশি কর্মকর্তার সঙ্গে ফোনালাপে বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অস্ত্র সরবরাহের এই পরিকল্পনার খবর এমন সময় এলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। ওয়াশিংটনে তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

এদিকে, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিতে ইসরায়েলের প্রতিনিধিদল কাতারে পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনা সোমবার শুরু হওয়ার কথা থাকলেও নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।

Follow Us