মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শহিদ

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শহিদ
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শহিদ। ছবি : আনাদোলু

ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি শহিদ হয়েছেন। টানা ১০ দিন ধরে চলা অভিযানে এখন পর্যন্ত ১৯ জন শহিদ হয়েছেন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি নাগরিকদের বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের জানিয়েছে শহিদ দুই ফিলিস্তিনির মরদেহ ইসরায়েলি বাহিনী আটক করে রেখেছে।

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ কে নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি হলেন জেনিন শরণার্থী শিবিরের ইয়াজান হাতেম আতিয়া আল-হাসান এবং ইয়ামুন শহরের আমির আহমদ আবদুর রহমান আবু হাসান।

এর আগে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের দল গোলার আঘাতে আহত তিনজন নারীকে উদ্ধার করেছে, যাদের বয়স পঞ্চাশের কোঠায়।

বৃহস্পতিবার, ইসরায়েলি যুদ্ধবিমান জেনিন শরণার্থী শিবিরের একটি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

টানা ১০ দিন ধরে ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। সেখানে উদ্ধারকাজ চালাতে বাধা দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। ধ্বংস করা হয়েছে অবকাঠামো, পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা।

Follow Us