সিরিয়ায় মানবিক উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে জার্মানি। এই অর্থ জাতিসংঘ এবং বিভিন্ন সমাজিক সংগঠনের মাধ্যমে বিতরণ নিশ্চিত করা হবে।
সোমবার এক বিবৃতিতে জার্মানির উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় চলমান মানবিক সংকট নিরসনে এই অর্থ প্রদান করা হচ্ছে।
এ প্রসঙ্গে জার্মানির উন্নয়নমন্ত্রী স্ফেনিয়া শুলৎসে বলেন, ‘সিরিয়ায় একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখনই আমাদের সুযোগ এই পরিবর্তনকে সহায়তা করার।’
তিনি আরও বলেন, ‘মানবিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা নিশ্চিত করতে পারলে বিভিন্ন জাতিগোষ্ঠী, নারী ও পুরুষ সবাই শান্তিপূর্ণ ও সমান সুযোগের মধ্যে বসবাস করতে পারবে।’
শুলৎসে জানান, জার্মানি শুধুমাত্র শিক্ষাখাত নয়, যদি পরিস্থিতি ইতিবাচক দিকে এগোয় তবে অন্যান্য ক্ষেত্রেও সহায়তা করতে প্রস্তুত।
উন্নয়নমন্ত্রী সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ‘দুর্বিষহ’ উল্লেখ করে বলেন, ‘প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের ফলে দেশটির একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে এবং তাদের সাহায্যের প্রয়োজন।’
উল্লেখ্য, চলতি বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে ৬১ বছরের বাথ পার্টির শাসন এবং ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।
পরদিন সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান আহমদ শারাহ ইদলিব অঞ্চলের বিদ্রোহী সরকারের প্রধান মোহাম্মদ আল-বাশিরকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দায়িত্ব দেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
 
								 
															 
								 
							 
											







 
															 
															



