ইসরায়েলের বেশ কয়েকটি শহরের বাসস্ট্যান্ডের ডিজিটাল স্ক্রিন হ্যাক হওয়ার পর সেখানে আরবি স্লোগান, তাকবির এবং কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য প্রচারিত হয়। আকস্মিক এই সম্প্রচারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচারিত সেই বক্তব্যে শোনা যায় ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি গণমাধ্যমগুলো একে জনপরিবহন ব্যবস্থার ওপর ’অভূতপূর্ব হ্যাকিং’ বলে উল্লেখ করেছে। ভিডিওতে দেখা গেছে, স্ক্রিনে তাকবির, কোরআনের আয়াত ও আবু উবায়দার মতো কণ্ঠে বক্তৃতা চলছে।
ইসরায়েলের চ্যানেল ১৪ জানায়, মদিওইন শহরের একটি বাসস্ট্যান্ডের ইলেকট্রনিক বোর্ডে ‘আল্লাহু আকবার’সহ আরবি বাক্য ভেসে ওঠে। এরপর পুরো সিস্টেম কার্যক্রম বন্ধ করে দেয়।
সংস্থাটি জানিয়েছে, বিষয়টি জাতীয় সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রাথমিক মূল্যায়নে এটিকে ’উদ্দেশ্যপ্রণোদিত একটি সাইবার হামলা’ বলে মনে করা হচ্ছে।
এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, হ্যাকাররা আশদোদ ও রামাত গানের কয়েকটি বাসস্ট্যান্ডের ডিজিটাল স্ক্রিন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেখানে সাইরেনের মতো শব্দ ও বিভিন্ন রেকর্ডিং বাজানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পত্রিকাটি আরও জানায়, হামলার উৎস খতিয়ে দেখতে পরিবহন মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। কয়েক মিনিট স্থায়ী এ হামলার পর স্ক্রিনগুলো আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করে।
উল্লেখ্য, ভরাট কণ্ঠস্বর আর উদ্দীপনামূলক বক্তব্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত কাসসামের মুখপাত্র আবু উবায়দাকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত আগস্টে ইসরায়েল তাঁর হত্যা দাবি করলেও এ বিষয়ে হামাস এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সূত্র: আনাদোলু











