মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

কাশ্মীরে স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতারাম’– চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ

এটি কাশ্মীরে আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শ চাপিয়ে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। প্রকৃত দেশপ্রেম ধর্মীয়বিশ্বাস অবমাননার মাধ্যমে প্রকাশ পায় না।
কাশ্মীরে মুসলিম শিক্ষার্থীদের উপর চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ
কাশ্মীরে মুসলিম শিক্ষার্থীদের উপর চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ

ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার সব স্কুলে ‘বন্দে মাতারাম’ আবৃত্তি বাধ্যতামূলক করেছে বিজেপি সরকার। জেলার প্রধান শিক্ষা কর্মকর্তার জারি করা নির্দেশে বলা হয়েছে, প্রতি সোমবার সকালবেলার প্রার্থনা সভায় শিক্ষার্থীদের এই গান গাইতে হবে।

ফলে ৫৩.৮২% মুসলিম অধ্যুষিত ডোডা জেলায় নির্দেশনাটি সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া । স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনগুলো বলছে, এটি হিন্দুত্ববাদী মতাদর্শ চাপিয়ে দেওয়ার আরেকটি পদক্ষেপ।

মুত্তাহিদা মজলিসে উলামা (এমএমইউ)-এর প্রধান মিরওয়াইজ উমর ফারুক বলেন, ‘এটি কাশ্মীরে আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শ চাপিয়ে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। প্রকৃত দেশপ্রেম ধর্মীয়বিশ্বাস অবমাননার মাধ্যমে প্রকাশ পায় না।’

কাশ্মীরের গ্র্যান্ড মুফতি নাসিরুল ইসলাম এই নির্দেশকে ধর্ম অবমাননা বলে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বন্দে মাতরম’-এর গীতিতে হিন্দু দেবদেবীদের মহিমান্বিত করা হয়েছে। এটা ইসলামী বিশ্বাসের পরিপন্থী।’

কাশ্মীরিদের মতে, এই আদেশ ভারতের বৃহত্তর এজেন্ডার অংশ, যার লক্ষ্য ভারতে মুসলিম সংস্কৃতি মুছে দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন