মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

পাচারকারীদের হাত থেকে নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব

শুধু গত মাসেই এসব অভিযানে ৪৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫১ জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে
পাচারকারীদের হাত থেকে ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব
পাচারকারীদের হাত থেকে ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের সহকারী পরিচালক আই. এম. ফারুক জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। সবাই কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তিনি বলেন, পাচারকারীরা মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ের চূড়ায় একটি বাড়িতে আটকে রেখেছিল।

ফারুক জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনার পর ২৪ জনকে সফলভাবে উদ্ধার করা হয়।

ঘটনার পর টেকনাফ থানায় মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। উদ্ধার হওয়া ব্যক্তিদের পুনরায় নিজ নিজ শিবিরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো টেকনাফে মানবপাচারবিরোধী অভিযান আরও জোরদার করেছে। শুধু গত মাসেই এসব অভিযানে ৪৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫১ জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত রবিবার টেকনাফের মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকা থেকে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকসহ ৪০ জনেরও বেশি মানুষকে পাচারের চেষ্টাকালে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড।

সম্প্রতি কক্সবাজারের মেরিন ড্রাইভ সৈকতের পাশ থেকেও নারী ও শিশুসহ ২৯ জন রোহিঙ্গা শরণার্থীকে অবৈধ পাচারের হাত থেকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

এছাড়া, পালিয়ে আসা কয়েকজন ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন