মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

বিলাসী কর্মকর্তাদের গাড়ির চাবি হস্তান্তরের নির্দেশ সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ শারার

প্রেসিডেন্ট শারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা কি ভুলে গেছেন, আপনারা তো বিপ্লবের সন্তান?’ তিনি বাইরে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এগুলো কি বিপ্লবীদের পরিচয়, নাকি শোষকদের উত্তরাধিকার?’
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ শারা। ছবি : আল জাজিরা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ শারা। ছবি : আল জাজিরা

সরকারি বৈঠকে বিলাসবহুল গাড়িতে আসা কর্মকর্তাদের গাড়ির চাবি জমা দিতে নির্দেশ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ শারা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে অবৈধ উপার্জনের অভিযোগে তদন্ত শুরু হবে।

ঘটনাটি ঘটে সিরিয়ার ইদলিব প্রদেশে আয়োজিত এক বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক ঘনিষ্ঠ সহযোগী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী। তাঁদের অনেকে দামি গাড়িতে করে আসেন। বৈঠকের এক পর্যায়ে আহমদ আশ শারা মুচকি হেসে বলেন, ‘আমি তো জানতাম না, সরকারের বেতন এত বেশি!’ পরে উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা কি এত দ্রুত প্রলোভনে পড়ে গেলেন?’

রয়টার্সের সূত্র জানিয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট শারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা কি ভুলে গেছেন, আপনারা তো বিপ্লবের সন্তান?’ তিনি বাইরে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এগুলো কি বিপ্লবীদের পরিচয়, নাকি শোষকদের উত্তরাধিকার?’ ওই গাড়িগুলোর মধ্যে ছিল ‘ক্যাডিলাক এসকালেড’, ‘রেঞ্জ রোভার’ ও ‘শেভ্রোলেট টাহো’র মতো বিলাসবহুল ব্র্যান্ড।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠকে উপস্থিত দুজন জানান, সভা শেষে কিছু কর্মকর্তা বেরিয়ে যাওয়ার সময় গাড়ির চাবি জমা দেন। তবে সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এই দাবি অস্বীকার করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহমদ আশ শারা ইদলিবে সাবেক নেতৃবৃন্দ, কর্মকর্তা ও প্রভাবশালীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। সেখানে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ, এবং পুরোনো শাসনব্যবস্থা থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া দুর্নীতিগ্রস্ত বিনিয়োগ সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট আহমদ আশ শারা রাষ্ট্রকর্মীদের মধ্যে দুর্নীতির যে কোনো সন্দেহের ব্যাপারে ‘সম্পূর্ণ অসহিষ্ণুতা’র অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন