মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আরাকানে ল্যান্ডমাইন আতংক : ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন 

আরাকানে ল্যান্ডমাইন আতংক : ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন 

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যে জনসাধারণের জন্য আতংক হয়ে দাঁড়িয়েছে ল্যান্ডমাইন। প্রায়ই ঘটছে হতাহতের ঘটনা। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার সময় ল্যান্ড মাইন বিস্ফোরণে এক ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন হয়েগেছে। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে নারিঞ্জারা নিউজ জানিয়েছে, আহত ব্যক্তির নাম কো অং থো। তিনি গওয়া শহরের ‘হতান বিন খন’ গ্রামের বাসিন্দা। তার এক বন্ধুর সঙ্গে মাছ ধরতে যাওয়ার সময় গওয়ার ‘পো কক রিজ’ এলাকায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পা বিচ্ছিন্ন যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করেন।

এর আগে মংডুর ‘শিকা ফা’র’ গ্রামে মাছ ধরতে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে মারা যান সিডু রুন নামক এক তরুণ। একইভাবে মংডুর ‘মিংগালারজি’ গ্রামে গবাদিপশু চরানোর সময় বিস্ফোরণে প্রাণ হারান আরেক রোহিঙ্গা মুসলিম, মনসুর আলম। এসব ঘটনার পাশাপাশি মাইন বিস্ফোরণে দুজন কিশোর-কিশোরী গুরুতর আহত হয়েছে; তাদের মধ্যে এক কিশোরীর পা কেটে ফেলতে হয়।

এ ছাড়া টাউংগুপ শহরে বোমা বিস্ফোরণে একজন নিহত হন। মেবন শহরে মাইন বিস্ফোরণে পা হারিয়েছে এক শিশু। টাউংগুপের ইয়ানখুর গ্রামে আরেক বিস্ফোরণে এক কিশোর নিহত ও আরেকজন আহত হয়।

এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, আরাকান রাজ্যে স্থলমাইন বিস্ফোরণের শিকার ব্যক্তিরা ভয়াবহ মানবিক সংকটে আছেন। বিশেষ করে মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি–র নিয়ন্ত্রিত এলাকায় আহতদের চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ সহায়তা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জাম ঘাটতি ও নিরাপত্তা সীমাবদ্ধতায় তাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন